*শুক্রবারের মধ্যেই রাজ্যে বর্ষা । সাধারণত উত্তরবঙ্গে জেলাগুলিতে প্রথমে বর্ষা প্রবেশ করে । তারপর মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতায় আসে । বঙ্গোপসাগরে নিম্নচাপের টানে আবার সক্রিয় মৌসুমী বায়ু । তাই এবার হয়তো একই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়তে পারে বৃহস্পতি বা শুক্রবার । সংগৃহীত ছবি ।
*আগামী ৪৮ ঘণ্টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ । বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে । এই ঘূর্ণাবর্ত রূপ নেবে নিম্নচাপের । নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে । এর প্রভাবে ভারী বৃষ্টি ওড়িশায় । বুধবার বৃষ্টি বাড়তে পারে রাজ্যে । সেক্ষেত্রে ওড়িশা সংলগ্ন জেলা ও উপকূলের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস । সংগৃহীত ছবি ।