অবশেষে বর্ষা ঢুকছে আন্দামান নিকোবরে। প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু । আগামী শনিবারই নিকোবর ঢুকে পড়তে পারে বর্ষা। এদিকে বহু বছর পর নতুন করে বর্ষার দিনক্ষণ প্রকাশ করল আবহাওয়া দফতর। কেরলে অপরিবর্তিত থাকলেও উত্তর পশ্চিম ভারতে বর্ষার স্বাভাবিক সময় এগোচ্ছে। বর্ষা পিছিয়ে যাচ্ছে পশ্চিম ভারতে।
নতুন তালিকায় দেখা যাচ্ছে ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা আসার দিনক্ষণ একই আছে অর্থাৎ পয়লা জুন। আবহাওয়া দফতরের ভাষায় এটাকেই বর্ষার অনসেট বলা হয়। তবে, ভারতের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে বর্ষা আসার সময় অনেকটাই এগিয়ে যাচ্ছে। বর্ষা আসার সময় পিছিয়ে যাচ্ছে মহারাষ্ট্র গুজরাতের মত পশ্চিমের রাজ্যগুলিতে।
শিলিগুড়িতে বর্ষার আগমনের স্বাভাবিক দিন ছিল 9 জুন। আবহাওয়া দফতরের নতুন তালিকা অনুযায়ী তা হচ্ছে 8 জুন। একইভাবে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বর্ষার আগমন হতে পারে ৯ জুন। নতুন তালিকা অনুযায়ী ৭ জুন আগমনের স্বাভাবিক দিনক্ষণ ঠিক করেছে আবহাওয়া। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার আগমন কিছুটা হলেও এগিয়েছে।