আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য থেকে বিদায় নিতে শুরু করবে মৌসুমি বায়ু। পূর্বাভাস হাওয়া অফিসের। সামনের সপ্তাহ থেকেই কিছুটা পরিবর্তন আসতে পারে রাজ্যের তাপমাত্রায়। এই সপ্তাহের মধ্যেই গোটা রাজ্য থেকেই বিদায় নেবে বর্ষা। উপকূলের ৩ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর বঙ্গের ৫ জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা কমে ঢুকবে স্বস্তিদায়ক উত্তুরে হাওয়া, সকাল ও রাতের দিকে শীতভাব বুঝতে পারা যাবে, জানিয়েছে আবহাওয়া দফতর।