• পিছিয়ে যাচ্ছে দেশে বর্ষা ঢোকার দিন ৷ ফলে জারি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি ৷ • মৌসম ভবন সূত্রে খবর, পূর্ব থেকে পশ্চিমে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে ৷ • ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের উপর ৷ • ফলে, উত্তরবঙ্গে টানা ৭২ ঘণ্টা বৃষ্টিপাত হবে ৷ • দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ৷ • তবে মূর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মালদহ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ • মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, গরম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও অস্বস্তি ৷ • তবে কেরলে সাত দিন দেরি করে বর্ষা ঢুকবে ৬ জুন ৷