

• উত্তরে বৃষ্টি আর দক্ষিণে বাড়বে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় পাহাড়ের পাঁচ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের ২ থেকে ৪ ডিগ্রি উপরে থাকবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। সঙ্গে জলীয়বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে।


•কলকাতায় আজ সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়েছে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি সেলসিয়াস উপরে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।


• বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৭ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।শনি ও রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


• সোমবারেও দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস সিকিম এবং উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে। দু-এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে।


• কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় কিছুটা উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব থাকলেও সোমবার থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে। এখনও উত্তর-পশ্চিম হওয়া কিছুটা থাকায় জেলায় জেলায় শীতের আমেজ সকালের দিকে থাকবে। কলকাতায় শীত কার্যত উধাও। আগামী তিন চার দিনে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি উপরে থাকবে।