1/ 5


তিনি নিজে ভোটে লড়ছেন না৷ কিন্তু ভোটের ময়দানে প্রবল ভাবে রয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী৷
2/ 5


এ দিনই বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে রোড শো করলেন মিমি৷ বারুইপুরের বৃন্দাখালি থেকে শুরু হয়ে এই মিছিল উত্তরভাগের দমদমা পর্যন্ত যায় ৷ Info and Photo- Arpan Mondal
3/ 5


রোড শোতে অংশগ্রহণ করে মিমি চক্রবর্তী বলেন, যাঁরা কাজ করেছেন তাঁরা এবারও নির্বাচনে জিতবেন৷ আর যাঁরা দল ছেড়েছেন তাঁরা বাংলার জন্য খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছেন৷ Info and Photo- Arpan Mondal
4/ 5


শুধু তাই নয়, মিমির দাবি মুখ্যমন্ত্রীকে যারা কষ্ট দিয়েছেন তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে৷ যদিও প্রতিশোধ মানে হিংসার আশ্রয় নেওয়া নয়, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন৷ মিমির কথায়, প্রতিশোধ মানে আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াতে হবে৷Info and Photo- Arpan Mondal