1/ 5


*বাগবাজারের ঝুপড়ির আগুন এখনও নিয়ন্ত্রণে নয়। প্রায় তিন ঘণ্টা কেটে গেলে আগুন এখনও নিয়ন্ত্রণে নয়। ছবি: সুকান্ত মুখোপাধ্যায় এবং সুশোভন ভট্টাচার্য।
2/ 5


*ঘটনাস্থলে কাজ করছে দমকলের ২৭টি ইঞ্জিন। স্থানীয়দের দাবি, প্রায় ছ'তলা পর্যন্ত আগুনের লেলিহান শিখা উঠে গিয়েছিল।
3/ 5


*সারদা মায়ের বাড়ির উদ্বোধনী কার্যালয়ে এই মুহূর্তে কুলিং প্রসেস চলছে। উদ্বোধন কার্যালয় খালি করা হয়েছে ইতিমধ্যেই।
4/ 5


*বাগবাজারের হাজার বস্তি এলাকায় ইতিমধ্যেই পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয়দের দাবি, প্রায় ১০০০ ঝুপড়ি পুড়ে গিয়েছে। ঘরপোড়া বাসিন্দাদের হাহাকার, আর্তনাদে ভারী এলাকা।