সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে দমকল সূত্রে জানা গিয়েছে ৷ ভিতরে দাহ্যবস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ৷ তবে মার্কেটের ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ রয়েছেন পুলিশ কমিশনার রাজীব কুমার ৷ ঘটনাস্থলে রয়েছেন দমকলের ডিজি-ও ৷