

নাম করলেন না তবুও সবাই বুঝলেন ইঙ্গিত কার দিকে ৷ কালীঘাটে শীর্ষ নেতৃত্বদের নিয়ে দলীয় বৈঠক থেকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর ৷ বিভিন্ন জায়গায় দলবিরোধী কাজ চলার প্রসঙ্গ তুলে পূর্ব মেদিনীপুর অর্থাৎ নন্দীগ্রামের নাম উল্লেখ করে কড়া হাতে দলবিরোধী কাজকর্ম দমনের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন শিশির অধিকারীকে ৷ বললেন, ‘পূর্ব মেদিনীপুর অনেক দলবিরোধী কাজ হচ্ছে, ব্যবস্থা নিন’ ৷


[caption id="attachment_532566" align="alignnone" width="220"] শুভেন্দু অধিকারীকে নিয়ে টানাপোড়নের মাঝেই প্রবীণ নেতা শিশির অধিকারীকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, ‘কাঁথি, নন্দকুমার, নন্দীগ্রামে প্রচুর দলবিরোধী কাজ হচ্ছে ৷ ব্লক সভাপতিদের বদলে দিন ৷’ উল্লেখ্য নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এবং এই ব্লক সভাপতিরা প্রত্যেকেও তাঁর ঘনিষ্ঠ ৷ [/caption]


এদিন শীর্ষ নেতৃত্বদের নিয়ে বৈঠকে মমতার বার্তায় স্পষ্ট এবার শুভেন্দু ঘনিষ্ঠ বেসুরো নেতা-কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে দল ৷