‘ভ্যাকসিন আমরাও দিতে পারি, ভ্যাকসিন নিয়ে নাটক করছে কেন্দ্র’, বাংলাতেও ভ্যাকসিন নিয়ে রাজনীতির অভিযোগ মমতার
বাঁকুড়ার সভা থেকে তোপ দাগলেন মমতা। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে আসরে দিলীপ ঘোষরাও। বিহারের পর কি এবার বাংলার ভোটেও ভ্যাকসিন পলিটিক্স?


মঙ্গলবার করোনা ভ্যাকসিন নিযে মোদী মমতা বৈঠক। আর তার আগেই ভ্যাকসিন নিয়ে সরগরম বাংলার রাজনীতি। ভ্যাকসিন নিয়ে নাটক করছে কেন্দ্র। বাঁকুড়ার সভা থেকে তোপ দাগলেন মমতা। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে আসরে দিলীপ ঘোষরাও। বিহারের পর কি এবার বাংলার ভোটেও ভ্যাকসিন পলিটিক্স?


করোনা পরিস্থিতিতে ভোট। মহামারী মোকাবিলা লকডাউন যে ভোটের ইস্যু হবে, তা বলাই বাহুল্য। কদিন আগে বিহার ভোটে বিজেপি জোটের ভ্যাকসিন প্রতিশ্রুতি নিয়ে কম তোলপাড় হয়নি।বিহারের সীমানা পেরিয়ে এবার বাংলার রাজনীতিতেও ভ্যাকসিন ইস্যুর প্রবেশ।


বাঁকুড়ার সভা থেকে মমতার 'ভ্যাকসিন' তোপ- ‘ভ্যাকসিন নিয়ে এত দেরী কেন? কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র?’ সোমবার প্রশ্ন ছুঁড়ে দিলেন মমতা ৷ মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘নাটক থেকে শুরু করে আমরাও তৈরি করতে পারি ৷ ইঞ্জেকশন আসতে আসতে ৮ মাস লেগে যাবে। আমরাও ভ্যাকসিন দিতে পারি। শুধু বলো, কার থেকে নিতে হবে?’PHOTO-FILE


তোপ দেগেছেন মমতা- পাল্টা আক্রমণ শানিয়েছে পদ্ম শিবিরও। মঙ্গলবার বাঁকুড়া থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে ভার্চুয়াল বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে প্রতিষেধক তৈরি ও বণ্টন নিয়ে কেন্দ্র রাজ্য বিস্তারিত আলোচনার সম্ভবনা রযেছে। তার আগেই সোমবার জনসভা থেকে সুর চড়িয়ে রাখলেন মমতা