

তিলোত্তমায় মল্লিকা। দুদিন আগেই শহরে এসে গিয়েছেন মল্লিকা শেরাওয়াত। শুক্রবার সকালে দক্ষিণেশ্বরে, মায়ের মন্দিরে পুজো দিতে গেলেন নায়িকা। পুজো দেওয়ার পাশাপাশি গঙ্গার ঘাটও ঘুরে দেখলেন মল্লিকা।


বেশ কিছু দিন ধরে পর্দা থেকে গায়েব তিনি। 'ডার্টি পলিটিক্স'-এর পর গেস্ট অ্যাপিয়ারেন্স কিংবা আইটেম সং, সেভাবে আর ছবিতে দেখা যায়নি মল্লিকাকে। ওয়েবে আবার কাজ করতে চলেছেন তিনি। কামব্যাক করছেন মল্লিকা। সৌমিক সেনের সিরিজে, প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।


এই সিরিজের জন্যই মল্লিকার কলকাতায় আসা। শনিবার থেকে শহরের নানা জায়গায় হবে এই সিরিজের শ্যুটিং। সিরিজের বেশির ভাগ অংশের শ্যুটিং হবে কলকাতাতেই।


'গুলাব গ্যাং' ও বাংলায় 'মহালয়া' পরিচালনা করেছেন সৌমিক। তাঁর এই নতুন সিরিজের ব্যাকড্রপ যে কলকাতা, তা বলাই বাহুল্য। বেশ কিছু টলিউডের অভিনেতাও এই সিরিজে থাকতে পারেন, বলে শোনা যাচ্ছে।


বলিউডের একসময় সেক্স সিম্বল ছিলেন মল্লিকা। বিয়ে, বিবাহ বিচ্ছেদ গোরার দিকে সব কিছুই গোপন করেছিলেন তিনি। ২০০৩-এ ইনিংস শুরু করলেও, 'মার্ডার' ছবিটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। লাস্যময়ী মল্লিকা হয়ে ওঠেন পুরুষ হৃদয়ের সুপ্ত আকাঙ্খা।


একের পর এক ছবিতে তাঁর বোল্ড অবতার দর্শকের পছন্দ হয়েছিল ঠিকই। কিন্তু হঠাৎ করে যেন হারিয়ে গেলেন মল্লিকা। নতুন ভাবে আবার নিজের জায়গা ফিরে পেতে ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি।


হরিয়ানার জট পরিবারে জন্ম মল্লিকার। দিল্লির এক পাইলটকে বিয়েও করেছিলেন তিনি। সংসারটা টিকলো না। সেটা টিকে গেলে হয়তো মল্লিকা হয়ে উঠতে পারতেন না তিনি।