প্রতি বছরই ৭ জানুয়ারি নেতাই যান শুভেন্দু অধিকারী৷ ২০১১ সালের ৭ জানুয়ারি নেতাইয়ে নিরপরাধ গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল৷ চার জন মহিলা সহ মোট ৯ জনের সেদিন মৃত্যু হয়েছিল৷ জখম হন অনেকে৷ এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছিলেন মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে নামেন শুভেন্দু অধিকারী৷ তখন থেকেই নেতাইয়ের সঙ্গে যোগাযোগ তাঁর৷