৬৭ টি বসন্ত কাটিয়ে ফেললেন মদন মিত্র (Madan Mitra)। আজ জন্মদিনে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহপূর্ণ শুভেচ্ছা বার্তা। আর সেই বার্তাই সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে শেয়ার করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তাঁর কালারফুল মেজাজের জন্য বরাবরই জনপ্রিয়তা পেয়ে এসেছেন বয়সে প্রবীণ হয়েও চিরসবুজ মদন মিত্র (Madan Mitra)।
সম্প্রতি কামারহাটি বিধায়ক মদন মিত্রকে রবীন্দ্রসংগীত গাওয়ায় উৎসাহ জুগিয়েছেন মুখ্যমন্ত্রী। মধ্যমগ্রামের প্রশাসনিক মঞ্চ থেকে মদন মিত্রকে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পরামর্শ দিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। মদন মিত্রকে তিনি বলেন, "তুমি অন্য কিছু গাইছ না তো, রবীন্দ্রসংগীত ছাড়া?" এরপর কামারহাটির বিধায়ক বলেন, "আমি এখন স্রেফ রবীন্দ্রসংগীত নিয়েই আছি"। মমতা হেসে বলেছিলেন- "ওকে, ঠিক আছে।"
এই কথোপকথনের পরেই চারটি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেন তিনি। নেতা-বিধায়ক-নায়ক থেকে গায়ক সব রূপেই কি এবার দেখা যাবে তাঁকে? উত্তরের আভাস মিলেছে আজ মদন মিত্রের ফেসবুক পেজে। একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবি দেখে বুঝতে অসুবিধে হয় না, ওহ্ লাভলি হিট দেওয়ার পরে এবার রবীন্দ্রসঙ্গীত নিয়ে হাজির হতে চলেছেন মদন মিত্র (Madan Mitra)।