1/ 5


করোনার আগ্রাসনে অনেকেরই হাড়ির হাল। দ্রব্যমূল্য বৃদ্ধির চাপে হাড়ির হাল বহু মানুষের। সেই পরিস্থিতিই আরও জোরালো হল এক লাফে রান্নার গ্যাসের দাম অনেকটা বেড়ে যাওয়ায়
2/ 5


বুধবার থেকে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম হল ৬৭০ টাকা ৫০ পয়সা। কলকাতার সাপেক্ষে দাম আগের তুলনায় এক ধাক্কায় ৫০ টাকা বেশি।
3/ 5


এর আগে মঙ্গলবার ১৯ কেজি সিলিন্ডারের দাম বৃদ্ধির কথা ঘোশণা করা হয়েছিল। কিন্তু তেল উৎপাদন সংস্থাগুলি জোর দিয়েই বলেছিল ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম বাড়বে না এখন। অথচ ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল সিদ্ধান্ত। বুধবার মধ্যরাতেই নতুন দামের মেল পান ডিস্ট্রিবিইউটাররা।
4/ 5


উল্লেখ্য করোনাকালে ৮ কোটি গরিব পরিবারের জন্য বিনামূল্যে সিলিন্ডারের কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু বিরোধীরা বলছে, এই ভর্তুকি থেকে বঞ্চিত অন্তত ১৮ কোটি পরিবার।