জ্বলছে কলকাতা ও দক্ষিণবঙ্গ৷ সোমবারের ৮৪ কিমি প্রতি ঘণ্টা গতিতে বয়ে যাওয়ায কালবৈশাখী রাত কাটতেই গায়েব হয়ে গেছে৷ গায়ে জ্বালা ধরানো গরম। তার সঙ্গে চরম আপেক্ষিক আর্দ্রতা৷ এই দুই জিনিসের চাপের জেরেই একেবারে ত্রস্ত৷ বিকেলেও কলকাতার ফিল লাইক তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস৷ কবে মুক্তি মিলবে! বুধবার বিকেলেই ফের একবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে৷