প্রতিনিয়তই ভোল বদল করছে প্রকৃতি। কখনও রোদ, কখনও বৃষ্টি! চৈত্রের শেষে তীব্র গরমের দাবদাহে অতিষ্ট হয়ে পড়েছিল গোটা রাজ্য। এক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছিল। অবশেষে এল বৃষ্টি। কোথাও কালবৈশাখী, কোথাও শিলাবৃষ্টিতে ভিজল রাজ্য। গত কিছুদিনে অনেকটাই স্বস্তিতে বঙ্গবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ সপ্তাহে প্রবল গরমের আশঙ্কা থাকছে না। আগামী বেশ কিছুদিন এই ভাবেই চলবে ঝড়-বৃষ্টি।