

জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবসে শহরের মাত্রাছাড়া দূষণ। কলকাতায় সবচেয়ে বেশি দূষণ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চ্ত্বরে । সকাল ৮টায় দূষণের মাত্রা ৩৫৭ এমজি। যা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে।


কলকাতার দূষণের মাত্রা কমার কোনও রকম লক্ষণ দেখা যাচ্ছে না গত ২ মাস ধরে। র্ষা শেষ হবার পর অক্টোবর মাসে দ্বিতীয় সপ্তাহ থেকেই বাড়তে শুরু করে শহরের দূষণের মাত্রা। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবসেও সকাল বেলাই সেই ছবির কোনও পরিবর্তনের দেখা গেলো না।


সকাল ৮টায় ফোর্ট উইলিয়ামের মতো সবুজের ঘেরা এলাকার দূষণের মাত্রা ছিল ২৮২। বালিগঞ্জের দূষণের মাত্রা ছিল ২৪৫, আর পদ্মপুকুরে ছিল ২৫৭।


রবীন্দ্র সরোবর এলাকায় সকালে দূষণের মাত্রা ছিল ১৭৩। যাদবপুরের পরিসংখ্যান বলছে সকাল ৮টায় দূষণের মাত্রা ছিল ১৪৫। আর সল্টলেকের সকাল বেলার দূষণ ছিল ১৪৯ ।


যদিও কলকাতার দূষণের মাত্রা দুর্গাপুজোর পর যে জায়গায় পৌঁছে ছিল এখন তার থেকে কিছুটা কম হলেও বিশ্ব দূষণ নিয়ন্ত্রণ দিবসে এই পরিসংখ্যান যথেষ্ট চিন্তায় রেখেছে শহরের পরিবেশ বিদদের।