

আজও কুয়াশাময় সকাল। উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশকিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামবে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে মেঘমুক্ত আকাশ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজও মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা।


কলকাতায় আজ সকালে কুয়াশা দৃশ্যমানতা অনেকটাই কমে। বেলা বাড়লে মেঘমুক্ত পরিষ্কার আকাশ।রাতের তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী কাল সকালেও কুয়াশার সম্ভাবনা।


আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩° ওপরে ১৪ ডিগ্রি সেলসিয়াস।কলকাতায় গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ৩° ওপরে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৪ থেকে ৯৮ শতাংশ।


উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ঘন কুয়াশার সর্তকতা।মুর্শিদাবাদ নদিয়া ও বীরভূমে ঘন কুয়াশার সর্তকতা। এই ছয় জেলাতেই সকালে দৃশ্যমানতা ২০০ মিটার এর নিচে থাকবে। বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতে ও ঘন কুয়াশার সর্তকতা আগামী দু'দিনের জন্য।


উত্তরবঙ্গে আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নামবে। দক্ষিণবঙ্গে এখনই তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই। ১৫ ডিসেম্বর এর পর তাপমাত্রা নামার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা।


তামিলনাড়ু উপকূলে গালফ অফ মানার এ ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বেও ঘূর্ণাবর্তবর্ত। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু কেরল ও সংলগ্ন এলাকায়।


পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখান্ড উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা।পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।