কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
বিশেষত দক্ষিণবঙ্গেই দুই বড় জেলা হাওড়া ও কলকাতার বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
এই মর্মে আবহাওয়া দফতরের পক্ষ থেকে স্থানীয় মানুষদের জন্য বিশেষ সতর্কতার কথা জানানো হয়েছে ৷ সবাইকে সাবধানে থাকার পরামর্শও দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
শহরে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ কলকাতায় আজ, মঙ্গলবার বেশ কয়েকটি জায়গায় সকালে বৃষ্টি হয় ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
এদিকে অশনি মোকাবিলায় সতর্ক প্রশাসন। সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদীপথে বাড়ানো হয়েছে নজরদারি। দিঘা সৈকতেও চলছে মাইকিং। অশনি সতর্কতায় লালবাজারে খোলা হল কন্ট্রোলরুম ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
ধেয়ে আসছে অশনি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তি সতর্কতা প্রশাসনের। সোমবার সকাল থেকেই দিঘার আকাশে মেঘ। ঝিরিঝিরি বৃষ্টি। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা প্রশাসনের। প্রতীকী ছবি ৷
7/ 12
কাঁথি থেকে মন্দারমণি, সমুদ্র উপকূলীয় অঞ্চলে সচেতনতামূলক প্রচার। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। প্রতীকী ছবি ৷
8/ 12
ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় আরও তৎপর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সোমবার রাতেই এনডিআরএফের দুটি দল কাকদ্বীপে পৌঁছে গিয়েছে। কাকদ্বীপ ও বকখালিতে মোতায়েন থাকবে। প্রতীকী ছবি ৷
9/ 12
এ ছাড়া এসডিআরএফের দুটি দল থাকবে সাগর ও পাথরপ্রতিমায়। আজ, মঙ্গলবার বেলা ১২টা নাগাদ জেলা শাসক পি উলগানাথন কাকদ্বীপে আসছেন। প্রতীকী ছবি ৷
10/ 12
তিনি নামখানাতে সমন্বয় বৈঠক করবেন। আজ থেকে মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করা হয়েছে। আগামী নির্দেশ না আসা পর্যন্ত নদীতে বন্ধ থাকবে মাছ ধরা। প্রতীকী ছবি ৷
11/ 12
পরিস্থিতি বিচার করে আজ থেকে উপকূলবর্তী এলাকা থেকে মানুষদের নিরাপদ আশ্রয়ে তুলে আনা হবে। বকখালি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগরে পর্যটকদের সমুদ্রে নামার ওপর কড়া নজর দারি চালাছে প্রশাসনের। প্রতীকী ছবি ৷
12/ 12
কুলতলিতে সোমবার বাঁধ পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনা জেলার সব মহকুমাতেই অশনি নজরদারিতে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম। নদীপথেও নজরদারি বাড়ানো হয়েছে। মৈপীঠে বেশকিছু এলাকায় বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচদফতর। প্রতীকী ছবি ৷