এদিকে, কেকে-র শেষকৃত্য তাঁর ছেলে নকুল বৃহস্পতিবার মুম্বাইয়ের ভারসোভায় আসেন। রাহুল বৈদ্য, উদিত নারায়ণ, জাভেদ আখতার, শঙ্কর মহাদেবন, বিশাল ভরদ্বাজ, রেখা ভরদ্বাজ, শ্রেয়া ঘোষাল, অলকা ইয়াগনিক, শিল্পা রাও এবং পাপন সহ বেশ কয়েকজন সেলিব্রিটি গায়ককে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।