

চরম অস্বস্তিতে বিজেপি ৷ ঢাক-ঢোল পিটিয়ে ভোট ময়দানে শোভন-বৈশাখীর গ্র্যান্ড লঞ্চ ৷ দীর্ঘদিন বাদে শোভনের সক্রিয় হওয়ার আশায় উৎসাহিত ছিল রাজ্য বিজেপি নেতৃত্বও৷ কিন্তু শেষ পর্যন্ত সেই বিজেপি-র সেই বহু প্রতীক্ষিত রোড শো-তে শোভন বা বৈশাখী কেউই এলেন না ৷ সূত্রের খবর, ফের বৈশাখীর গোঁসায় মুখ পুড়ল বিজেপির ৷ তথ্য- অরূপ দত্ত


মান বাঁচাতে মাঠে নামেন মুকুল রায়-কৈলাশ বিজয়বর্গী-অর্জুন সিং ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হল না ৷ মিছিল হেস্টিংস পৌঁছতেই ধুন্ধুমার ৷ খিদিরপুরের কাছে একজায়গায় রাস্তার ধারে তৃণমূলের মঞ্চ থেকে উড়ে আসে ঢিল-জুতো ৷ মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা ৷ অশান্তি বড়সড় রূপ নেওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ তথ্য- অরূপ দত্ত


বহুদিন বাদে সক্রিয়ভাবে রাজনৈতিক ময়দানে দেখা যাবে কলকাতার প্রাক্তন মেয়রকে ৷ এমনটাই ভেবেছিল রাজনৈতিক মহল ৷ কিন্তু ফের শেষ মুহূর্তে অনুপস্থিত শোভন-বৈশাখী জুটি ৷ সদ্য কলকাতা জোনের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন শোভন ৷ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বৈশাখীকেও ৷ সেই দিকে লক্ষ্য রেখে এদিন শোভন-বৈশাখীর জন্য বিশাল এক রোড শোয়ের পরিকল্পনা করেছিল বিজেপি ৷ তথ্য- অরূপ দত্ত


তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি, এমন দাবি করে সোমবার সকালেই মিছিলে আসবেন না বলে জানিয়ে দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এর পরই শোভনেরও মিছিলে আসার সম্ভাবনা কমতে থাকে৷ পরিস্থিতি আঁচ করে দেবজিৎ সরকার সহ রাজ্য বিজেপি-র নেতারা ফের একবার শোভন- বৈশাখীকে বোঝাতে তাঁদের ফ্ল্যাটে হাজির হন৷ কিন্তু তাতেও বরফ গলেনি৷


দলকে চরম অস্বস্তিতে ফেলে দু' জনেই গরহাজির থাকেন৷ অস্বস্তি কাটাতে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় মিছিলে যোগ দিয়ে দাবি করেন, 'এটা বিজেপি-র দলীয় মিছিল৷ কোনও ব্যক্তির জন্য নয়৷' শোভন- বৈশাখী কেন এলেন না, তা নিয়ে মুখে কুলুপ আঁটেন বিজেপি নেতারা৷ তথ্য- অরূপ দত্ত