

ফ্যাশন শো মানেই লেটেস্ট ট্রেন্ডগুলোকে দর্শকদের সামনে একে একে তুলে ধরা ৷ যে কোনও ফ্যাশন শো-তেই আমরা ডিজাইনারদের নানারকম ডিজাইনের পোষাক দেখে থাকি ৷ কিন্তু তাই বলে একই দিনে ৩০টা সিক্যুয়েন্স ! হ্যাঁ, কোনও ফ্যাশন উইক নয় ৷ নানারকম থিম ফ্যাশনের শো-কেস হল শুধুমাত্র একটা সন্ধ্যায় ৷ আর তাও কোনও পেশাদারদের শো নয় ৷ ডিজাইনাররা প্রত্যেকেই কলেজ পড়ুয়া ৷ তাদের একের পর এক ইউনিক কালেকশন তাক লাগিয়ে দিল দর্শকদের ৷ একারণেই হয়তো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইনিং (INIFD)-এর ছাত্র-ছাত্রীরা বাকি সকলের থেকেই অনেকাংশে এগিয়ে ৷ সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত এই বিখ্যাত ফ্যাশন প্রতিষ্ঠানের শো ‘টুমরো মেকার্স’ তুলে ধরল ৩০টি অসাধারণ থিমের ডিজাইন ৷ যার মধ্যে ১৯টি সিক্যুয়েন্স তৈরি করেছিলেন কলকাতা ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীরা ৷ বাকি থিমগুলি লখনউ ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীদের তৈরি ৷ এছাড়াও প্রতিষ্ঠানের ‘প্যাট্রন’ সুসান ম্যান্টোশের তৈরি সেরা পাঁচটি থিম ফ্যাশন সিক্যুয়েন্সও শো-কেস হল এই ম্যারাথন ফ্যাশন শো-তে ৷ Photos & Story- Siddhartha Sarkar


কয়েদিদের থিম ‘ট্র্যাপড ইনমেটস’, কিংবদন্তী চিত্রশিল্পী ‘রাজা রবি ভার্মার’ থিম, ‘ডেমাসোনি’, ‘রিফ্লেকশন’, ‘জেফ কুনস বেলুন ডগ’, ‘এনচান্টেড ফরেস্ট’, ‘কালাভেরা’, ‘ওয়াটার পেবলস’, ‘কোকোশনিক’, ‘হুক্কা’-সহ মোট ৩০ রকমের ফ্যাশন সিক্যুয়েন্স নিয়ে হাজির হয়েছিলেন এই ফ্যাশন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ৷ Photos- Siddhartha Sarkar


ডিজাইনাররা এখন যতটা সচেতন, ততটাই ক্রেতারাও। স্টাইল স্টেটমেন্ট ধরে রাখার পাশাপাশি তাঁরা চান, ‘দায়িত্ববান’ ক্রেতা হয়ে উঠতে। তাই আরও বেশি সংখ্যক ক্রেতা এখন বেছে নিচ্ছেন ‘সাসটেনেব্ল ফ্যাশন’। আর্টিফিশিয়াল ফ্যাব্রিকের বদলে কিনছেন হ্যান্ডলুম। বিভিন্ন ডিজাইনার স্টোর, নামজাদা ফ্যাশন শো, সব জায়গাতেই তাই পরিবেশবান্ধব ফ্যাশনই ‘ট্রেন্ডিং’। Photos- Siddhartha Sarkar


বিচারকদের ভূমিকায় ছিলেন প্রযোজক এবং অভিনেতা অরিন্দম শীল, অভিনেত্রী তনুশ্রী চট্টোপাধ্যায়, ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত , অগ্নিমিত্রা পল প্রমুখ ৷ Photo- Siddhartha Sarkar