1/ 4


আমফানের দাপটে বিপর্যস্ত রাজপথে মিলিটারি বুটের দাপুটে পদধ্বনি ৷ রাজ্য সরকারের আবেদনে সারা দিয়ে রাজ্যে ঘূর্ণিঝড় বিধ্বস্ত আমফান অঞ্চলে নামল আর্মি ৷ (Images: DEBAPRIYA DUTTA MAJUMDAR)
2/ 4


করোনার সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো আমফানের ধ্বংসলীলা ৷ বিধ্বস্ত বাংলাকে স্বাভাবিক করতে সচেষ্ট রাজ্য সরকার ৷ আমফানের তেজে ছারখার হওয়া রাজ্যের স্বাভাবিক জনজীবন ও পরিষেবা ফিরিয়ে আনতে শনিবার দুপুরেই সেনার সাহায্য চায় রাজ্য সরকার ৷ সেইমতোই তিলোত্তমায় ৫ কলম সেনা পাঠাল কেন্দ্র ৷
3/ 4


সেনা ও এন ডি আর এফ এর টিম এস পি মুখার্জি রোড, সাদার্ন এভেনু হয়ে গোল পার্ক পর্যন্ত রাস্তার গাছ কেটে পরিষ্কার করল এদিন।