*উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। দিনের বেশিরভাগ সময়ে গরম অনুভূত হবে, থাকতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। প্রতিবেদনঃ বিশ্বজিৎ সাহা। ফাইল ছবি।
*তবে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী কয়েকদিন স্বাভাবিক বা তার ওপরই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা। ফাইল ছবি।
4/ 12
*দক্ষিণবঙ্গে উপকূল ও সংলগ্ন জেলায় হালকা কুয়াশা। আংশিক মেঘলা আকাশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে খুব সকালে হালকা কুয়াশার চাদরে ঢাকবে। জেলাগুলিতে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ছিল জলীয় বাষ্প বেশি থাকায়। ফাইল ছবি।
5/ 12
*দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৫ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। আগামী ৪/৫ দিনে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। ফাইল ছবি।
6/ 12
*কলকাতায় আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। দিনে রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকায় গরম অনুভূত হবে। দিনের বেলায় সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তিও হতে পারে। ফাইল ছবি।
7/ 12
*বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩-৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফাইল ছবি।
8/ 12
*আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি। দখিনা ও দক্ষিণ-পশ্চিমী বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে। ফাইল ছবি।
9/ 12
*বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার-মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। ফাইল ছবি।
10/ 12
*নতুন করে পশ্চিমে ঝঞ্জা ঢুকবে মঙ্গলবার। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীর ভ্যালি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
11/ 12
*২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ দু'দিন কাশ্মীর ভ্যালি ও হিমাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস। ফাইল ছবি।
12/ 12
*দেশের বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা আগামী কয়েকদিনে স্বাভাবিকের তুলনায় ৩-৫ ডিগ্রি বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। ফাইল ছবি।
*উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। দিনের বেশিরভাগ সময়ে গরম অনুভূত হবে, থাকতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। প্রতিবেদনঃ বিশ্বজিৎ সাহা। ফাইল ছবি।
*দক্ষিণবঙ্গে উপকূল ও সংলগ্ন জেলায় হালকা কুয়াশা। আংশিক মেঘলা আকাশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে খুব সকালে হালকা কুয়াশার চাদরে ঢাকবে। জেলাগুলিতে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ছিল জলীয় বাষ্প বেশি থাকায়। ফাইল ছবি।
*কলকাতায় আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। দিনে রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকায় গরম অনুভূত হবে। দিনের বেলায় সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তিও হতে পারে। ফাইল ছবি।
*আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি। দখিনা ও দক্ষিণ-পশ্চিমী বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে। ফাইল ছবি।
*বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার-মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। ফাইল ছবি।
*দেশের বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা আগামী কয়েকদিনে স্বাভাবিকের তুলনায় ৩-৫ ডিগ্রি বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। ফাইল ছবি।