

বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গোটা ধর্মতলা চত্বরের দখল নিল বিজেপির কর্মী-সমর্থকেরা। সকাল থেকেই জেলার বিভিন্ন অংশ থেকেই বিজেপির কর্মী-সমর্থকেরা আসতে শুরু করে ব্রিগেডের দিকে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ব্রিগেডমুখী মিছিলের চরিত্র বদলায়। একাধিক আঙ্গিকে এদিন বিজেপির কর্মী-সমর্থকেরা ব্রিগেডে আসেন।


কেউ সরাসরি রে গেরুয়া রং লাগিয়ে, আবার কেউ বা শরীর জুড়ে জয় শ্রী রাম লেখা লিখে ব্রিগেডের উদ্দেশ্যে যান। কোন কোন মিছিলে আবার ঢাক ঢোল বাজিয়ে আসতে দেখা যায়। শিয়ালদা হাওড়া সহ বিভিন্ন এলাকা থেকে এদিন ব্যান্ডপার্টি ভাড়া করে নিয়ে এসেই বিজেপির কর্মী-সমর্থকেরা ব্রিগেড এ যান। আবার কোনও কোনও কর্মী সমর্থক নরেন্দ্র মোদির মুখোশ পরেই ব্রিগেডে যান।


রবিবার দিনভর ব্রিগেডমুখী মিছিলের এমনই ছবি ধরা পড়েছে। এদিন বেলাতেই দেখা গেল ধর্মতলার মোড়ে বিজেপি'র চাকদা থেকে এক কর্মী সমর্থক সারা শরীরে গেরুয়া রং লাগিয়ে এসেছেন। শুধু তাই নয় তিনি আবার শঙ্খ বাজাচ্ছেন। চাকদা থেকে আসা ওই বিজেপি কর্মী সমর্থক কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন " আমি মোদিজীর খুব ফ্যান। আমরা চাই সোনার বাংলা গড়ে উঠুক। তাই আমি সারা শরীরে গেরুয়া রং লাগিয়েছি।" একই ছবি আবার দেখা গেল হুগলি থেকে আসা কয়েকজন যুবকের। তাদের আবার সারা শরীর জুড়ে এই জয় শ্রী রাম লেখা। সেই যুবকদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন " আমরা চাই বিজেপি সরকার আসুক তাই আমরা এই ভাবেই ব্রিগেডে এসেছি।"


এদিন ব্রিগেডমুখী বিভিন্ন মিছিলের পাশাপাশি দেখা গেল মহিলা ঢাকিদের নিয়েও ব্রিগেডে মিছিল আসছে বিজেপির কর্মী-সমর্থকদের। সঙ্গে রয়েছে ভাড়া করে নিয়ে আসা ব্যান্ড পার্টি।রয়েছেন রাম- সীতা। এক বিজেপি কর্মী সমর্থক কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন " আমরা চাই পরিবর্তনের পরিবর্তন হোক। তাই আমরা এই ভাবেই ব্রিগেড পর্যন্ত মিছিল নিয়ে এসেছি।" সব মিলিয়ে রবিবাসরীয় ব্রিগেড ছিল জমজমাট। যদিও এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্রিগেড থেকেও জনতা ফিরতে শুরু করেন। সকাল থেকে ধর্মতলা চত্বর দিয়ে বিজেপির কর্মী সমর্থকদের বাস ম্যাটাডোর যাওয়ার অনুমতি দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাইরেই বাস পার্কিং করে মিছিল করে ঢুকতে হয়েছে ব্রিগেডে। রিপোর্ট- সোমরাজ বন্দ্যোপাধ্যায়