উত্তর বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বাম ও তৃণমূলের দুই মহিলা প্রার্থী ৷ দুজনেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন ভিন্ন ভিন্ন দুই জায়গায় ৷ এই কেন্দ্রে এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি ৷ প্রচারে নেমে তাই একে অপরকে টেক্কা দিচ্ছেন দুই প্রার্থী ৷
বামজোট প্রার্থী মোনালিসা সিনহা সোনারপুর উত্তর বিধানসভা এলাকার বনহুগলী অঞ্চলের আবাসনগুলিতে ঢুকে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন ৷ মানুষের কাছে একাধিক ইস্যু তুলে ধরছেন তাঁরা ৷ বাঁশদ্রোনির মেয়ে মোনালিসা সিনহা দীর্ঘদিন ধরেই CPI(M) এর মহিলা সংগঠনের সাথে যুক্ত ৷ নারীর অধিকার রক্ষার লড়াইয়ে একাধিকবার ময়দানে নেমেছেন তিনি ৷ তার লড়াকু মানসিকতাকে হাতিয়ার করেই এবার তাকে এই কেন্দ্রে প্রার্থী করেছে দল ৷ পায়ে হেঁটে কার্যত নানান এলাকা চষে বেড়াচ্ছেন তিনি ৷
অন্যদিকে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গত দু’বারের বিধায়ক ফিরদৌসী বেগম প্রচার চালাচ্ছেন গড়িয়া স্টেশন সংলগ্ন বালিয়া এলাকায় ৷ একাধিক ছোট ছোট কর্মীসভা করার পাশাপাশি কর্মীদের নিয়ে রাস্তায় প্রচার চালাচ্ছেন তিনি ৷ পথ চলতি মানুষ থেকে আরম্ভ করে রাস্তার দুপাশে বাড়ি ও আবাসনের বাসিন্দাদের কাছেও ভোট চাইছেন তিনি ৷ প্রচারে বেরিয়ে শুনছেন এলাকার বাসিন্দাদের নানা অভিযোগের কথা ৷ লিপিবদ্ধ করে নিচ্ছেন সঙ্গে সঙ্গেই ৷
তাঁর বক্তব্য বিগত ১০ বছরের মধ্যে ৯ বছরে তাঁরা একাধিক উন্নয়নের কাজ করেছেন ৷ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে নানা পরিষেবা ৷ রাস্তাঘাট থেকে আরম্ভ করে নিকাশি ব্যবস্থার অনেক কাজ করা হয়েছে ৷ খুব তাড়াতাড়ি এলাকার সব মানুষের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি ৷ বিগত ৩৪ বছরের বাম শাসনের সিন্ডিকেট তোলাবাজির হাত থেকে রক্ষা পেতে এবারও মানুষ তাঁকেই জেতাবেন বলে দাবি করেন তিনি ৷ Input- Arpan Mandal