১৯ শতকের শেষ দশকে, ব্রিটিশ ভারত সরকার কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগ স্থাপন করতে হুগলি নদীর উপর একটি ভাসমান সেতু নির্মাণের পরিকল্পনা করেছিল। কারণ, সেই সময় হুগলিতে প্রতিদিন বহু জাহাজের আনাগোনা চলত। পিলারের সেতু তৈরি করলে বাণিজ্যিক জল পরিবহণে সমস্যা হতে পারত।