

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল সংসদ ৷ ৩০ জুনের বদলে উচ্চমাধ্যমিক শেষ হবে ২ জুলাই ৷ পূর্বের সূচি অনুযায়ী ৩০ জুনের নির্ধারিত পরীক্ষা গুলি ২ জুলাই নেওয়া হবে বলে এদিন জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ তথ্য-সোমরাজ বন্দ্যোপাধ্যায়


৩০ জুন হুল দিবস ৷ ওই দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন ওঠে ৷শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ও স্মারকলিপি পেশ করেন কয়েকটি শিক্ষক সংগঠন। অবশেষে শনিবার রাজ্যের অবস্থান স্পষ্ট করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান "৩০ জুনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে।’’ সেই মতোই এদিন নয়া সূচি জানায় সংসদ ৷ তথ্য-সোমরাজ বন্দ্যোপাধ্যায় Representational Image


উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত সূচি মোতাবেক ৩০ জুন পরীক্ষা রয়েছে স্ট্যাটিসটিকস,জিওগ্রাফি,কস্টিং অন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। তথ্য-সোমরাজ বন্দ্যোপাধ্যায়


আগামী ১৫ জুন থেকে রাজ্যে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ তার আগে ১০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষা৷ পরীক্ষার সময়সীমা সকাল ১০টা থেকে দুপুর ১.১৫৷ প্র্যাক্টিক্যাল পরীক্ষার ক্ষেত্রে করোনা অতিমারির জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্দেশে বলা হয়েছে, করোনার জন্য স্কুলগুলিকে নিজ নিজ দায়িত্বে প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেবে এবং ২০ এপ্রিলের মধ্যে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর জমা দিতে হবে৷