

ডাক্তারের মানা। তার উপরে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে করোনা। থেকে থেকেই মন কেমন করে। রবিবার হলেই উশখুস যদি পাঁঠার মাংসের দোকানে লাইন দেওয়া যেত!সুদিন ফিরলে না হয় লাইন দেবেন, কিন্তু জানেন কি কলকাতার সেরা মাংসের দোকান কোনগুলি? তালিকায় চোখ রাখুন-


গোপাল পাঠার দোকান: বহু ইতিহাসের সাক্ষী এই দোকান। কলকাতার একমাত্র দোকনা যারা আজও বুক ঠুকে বলে, এখানে বেঙ্গল গোট পাওয়া যায়। খাদ্যরসিক হলে এই দোকনের মাংস মিস করবেন না।


কোহিনুর মিট শপ- পার্ক সার্কাস মার্কেটের পাশেই রয়েছে এই দোকান। শহরের নানা প্রান্তের মাংসবিলাসীরা এই দোকানে আসেন।


রহমনিয়া মিট শপ-গার্ডেনরিচের শাহি আস্তাবল অঞলের এই দোকানের মাংসের স্বাদ একবার পেলে ভোলা যাবে না।


কালম্যান কোল্ড স্টোরেজ-ফি স্কুল স্ট্রিটের এই দোকানটি ছিল মাংসপ্রেমীদের স্বর্গরাজ্য। কিন্তু আফশোসের বিষয়, এই দোকানটির ঝাঁপ বন্ধ হয়েছে সাম্প্রতিক অতীতে।