বন্যার ভ্রুকুটি উত্তরবঙ্গের একাধিক জায়গায়৷ চলতি সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর হাওয়া অফিস৷
2/ 6
বৃহস্পতিবার থেকে রবিবার তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ ইতিমধ্যেই তিস্তার জলস্তর নিয়ে উদ্বিগ্ন প্রশাসন৷ তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে জলপাইগুড়ি জেলা প্রশাসন৷
3/ 6
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও৷ ভারী বৃষ্টি হবে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে৷
4/ 6
মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
5/ 6
বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও৷ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও৷
6/ 6
৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে কোচবিহারে। আলিপুরদুয়ারেও ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে।