বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা। আজ বুধবার দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে আজ বিকাল বা সন্ধ্যার দিকে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা এক ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৭ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আগামী ৪৮ ঘন্টায় উত্তরাখণ্ডে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শিলা বৃষ্টি সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী কয়েক দিন পঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লী সহ উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা।