পয়লা বৈশাখ পেরিয়েও বৃষ্টির দেখা পাওয়া যাবে না। আপাতত সম্ভাবনা নেই কালবৈশাখীরও।
2/ 7
আজ বেলা আড়াইটা পর্যন্ত আলিপুরে 39.6 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 39.2 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 41.4 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 40.8 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল৷
3/ 7
৪১ পেরলো বাঁকুড়ার তাপমাত্রা। পশ্চিম বর্ধমান, বীরভূমে ৪০ পার। দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা। আরো চার-পাঁচ দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া। লু-এর সতর্কতা জারি আবহাওয়া দফতরের সতর্কতা।
4/ 7
কলকাতায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে।
5/ 7
পুরুলিয়া, বাঁকুড়া ছাড়া বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা । আগামিকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং শনি রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপ প্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে৷
6/ 7
উত্তরবঙ্গের মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি।
7/ 7
বেলা দশটার পর থেকে মুখ চোখ উন্মুক্ত করে রাস্তায় বেরোনো দায়। শরীরে অনুভূত হচ্ছে প্রচন্ড উত্তাপ। যেন গরম চুল্লির মধ্যে প্রবেশ করেছে সমগ্র জেলা। চোখে কালো চশমা এবং মুখ চোখ ঢেকে বেরোনোর উপদেশ বিশেষজ্ঞের। বায়ুতে কমে গেছে আর্দ্রতার পরিমাণ, একটু একটু করে নামতে নামতে এদিন ২৯ শতাংশ সূচক।
সব সীমা অতিক্রম করল এবারের গরম! পয়লা বৈশাখ পেরিয়েও বৃষ্টির দেখা পাওয়া যাবে না, সম্ভাবনা নেই কালবৈশাখীর
আজ বেলা আড়াইটা পর্যন্ত আলিপুরে 39.6 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 39.2 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 41.4 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 40.8 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল৷
সব সীমা অতিক্রম করল এবারের গরম! পয়লা বৈশাখ পেরিয়েও বৃষ্টির দেখা পাওয়া যাবে না, সম্ভাবনা নেই কালবৈশাখীর
পুরুলিয়া, বাঁকুড়া ছাড়া বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা । আগামিকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং শনি রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপ প্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে৷
সব সীমা অতিক্রম করল এবারের গরম! পয়লা বৈশাখ পেরিয়েও বৃষ্টির দেখা পাওয়া যাবে না, সম্ভাবনা নেই কালবৈশাখীর
বেলা দশটার পর থেকে মুখ চোখ উন্মুক্ত করে রাস্তায় বেরোনো দায়। শরীরে অনুভূত হচ্ছে প্রচন্ড উত্তাপ। যেন গরম চুল্লির মধ্যে প্রবেশ করেছে সমগ্র জেলা। চোখে কালো চশমা এবং মুখ চোখ ঢেকে বেরোনোর উপদেশ বিশেষজ্ঞের। বায়ুতে কমে গেছে আর্দ্রতার পরিমাণ, একটু একটু করে নামতে নামতে এদিন ২৯ শতাংশ সূচক।