

কে তৃণমূল ছাড়ল তা নিয়ে মাথা না ঘামিয়ে, জনসংযোগে মন দিন। তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোমর বেঁধে নামতে বললেন ভোটের প্রচারে। একুশের যুদ্ধে তৃণমূল, বিধানসভা ভোটের আগে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখান থেকেই ভোটের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী। তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়


তৃণমূলের টার্গেট একুশ ৷ রণক্ষেত্রের ময়দানে ক্রমাগত বেড়েই চলেছে জোড়াফুল শিবিরের রক্তক্ষরণ ৷ এসময় স্ট্র্যাটেজি ঠিক করতে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে কালীঘাটে চলল উচ্চপর্যায়ের বৈঠক ৷ উপস্থিত ছিলেন সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ রায়, সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও ছিলেন প্রশান্ত কিশোর ৷ তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়


দলের নেতাদের মমতা বলেন, ‘কে দল ছাড়ল, তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই ৷ দলের নেতা-কর্মীদের এটা বুঝিয়ে দিন ৷ একুশের ভোট তৃণমূলের কাছে ঐতিহ্যের ভোট ৷ জেলায় নেতা কর্মীদের একথা বোঝাতে হবে৷ অপপ্রচার রুখে উন্নয়নের বার্তা নিয়ে জনসংযোগ করতে হবে ৷’ PHOTO- FILE তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়


বৃহস্পতিবারের বৈঠকে তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে জায়গা করে নিল নতুন তিনটি মুখ। সৌগত রায় বলেন, শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়, মুকুলের ছেড়ে যাওয়ার জন্য এদের বদলে ওয়ার্কিং কমিটিতে এলেন শোভনদেব, চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটক ৷ তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়