

ফের বৃষ্টির ভ্রুকুটি উত্তরবঙ্গে ৷ দার্জিলিঙ ও কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷ বৃহস্পতি ও শুক্রবার হতে পারে বৃষ্টি ৷ দক্ষিণবঙ্গে নামল পারদ ৷ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস ৷


কলকাতায় স্বাভাবিকের নীচেই তাপমাত্রা। সপ্তাহশেষে ফের জাঁকিয়ে ঠান্ডা। কলকাতায় ১২ ডিগ্রির কাছাকাছি নামবে তাপমাত্রা। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস।


পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টিও তুষারপাত। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে। এদিন সকালে উত্তরাখণ্ডের সমতল পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ, সিকিম ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস।