

মঙ্গল ও বুধবার রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহজুড়েই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে রাজ্যে। উত্তর-পূর্বের রাজ্য, সিকিম-সহ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। আগামী ২৪ ঘণ্টায় হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির প্রকোপ বাড়বে ২৪ ঘণ্টা পর থেকে। পরবর্তী ৭২ ঘণ্টায় রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ বঙ্গের ১০-১২ টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।


সোমবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কলকাতায়। বাতাসে জলীয় বাষ্প থাকায় সকাল থেকেই আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। বিকেল বা সন্ধের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল ও পরশু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।


এদিন সকালে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রি নীচে ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি কলকাতায়।


অসাম ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত।নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ছত্রিশগড়ের ওপর দিয়ে রয়েছে। ইরানি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প জড়ো হচ্ছে রাজ্যে। এর ফলে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা।