দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। পশ্চিমের জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নয় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার কলকাতা-সহ সারা রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। হতে পারে কালবৈশাখীও। শনিবার ও রবিবার ঝড় বৃষ্টি হতে পারে । রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে । বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গের উপরের দুই জেলাও মালদহ ও দুই দিনাজপুরে এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নিম্নচাপ রাজস্থানে। রাজস্থানের নিম্নচাপ এলাকা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপের অক্ষরেখা। আরব সাগরে উচ্চচাপ বলয়। উত্তর পশ্চিম ভারতে আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়া সংঘাতেই ঝড় বৃষ্টি।