

মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। এই ৪৮ ঘণ্টায় ৩ ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা ১০ টার পর কুয়াশা পরিষ্কার হবে। আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে।


আজ ও কাল উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সিকিমে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে তুষারপাতের ও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী ২-৩ দিন ঘন কুয়াশা। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে।


মঙ্গল ও বুধবার দক্ষিণ-পশ্চিম বাতাসের প্রভাব থাকবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃহস্পতিবার রাত থেকে ফের উত্তুরে হাওয়া বইবে। উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল হাওয়ায় শীতের আরও একটি স্পেল পাবে বাংলা। ছোট্ট শীতের এই স্পেল সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ আনতে পারে। শুক্র-শনি জমিয়ে শীত। রবিবারেও শীতের প্রভাব থাকবে। ধীরে ধীরে ফের তাপমাত্রা বাড়বে রবিবার থেকে।


এদিন কলকাতায় সকালে কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯৮ শতাংশ।


উত্তর পশ্চিম ভারতে আগামী কয়েক দিনের তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।আগামী কয়েক দিন ঘন কুয়াশা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি রাজস্থান উত্তর প্রদেশে। শৈত্যপ্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি হতে পারে আগামী দু-তিন দিনের পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি ও উত্তরপ্রদেশে। বিহারেও শীতল দিনের পরিস্থিতি হতে পারে।