

ফের শহরে অগ্নিকান্ড ঘটনা। ঘটনাস্থলে এবার নারকেলডাঙা থানা এলাকার ক্যানেল ইস্ট রোডের ছাগলপটটি। সোমবার সকাল ৯টা ৪০ নাগাদ হঠাৎই আগুন লেগে যায় ছাগলপট্টির ঝুপড়িতে। পুড়ে খাক হয়ে যায় প্রায় পঁচিশটি ঝুপড়ি। ঘটনাস্থলে পৌছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। (Story, mage: ARPITA HAZRA)


কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিভানো গেলেও পকেট ফায়ার অনেক্ষন ছিল। ধোয়ার উৎস স্থল বের করে তাকে নেভানো হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কুলিং প্রসেস চলতে থাকে। এরপর ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে আগুন। (Story, mage: ARPITA HAZRA)


স্থানীয়দের দাবি, ওখানে খালের ধারে প্রায় ২০ - ২৫ ঝুপড়ি রয়েছে। যেখানে ছাগল পোষ্য রাখা হত । তাদেরকে দেখভালের বেশ কয়েকজন থাকতেন। আগুন লাগার পরেই তারা কোনও মতে বেরিয়ে আসে। ঘটনায় কেউ আহত নন। (Story, mage: ARPITA HAZRA)


স্থানীয় বাসিন্দা তসলিমা ও নুরজাহান বিবি জানান, তাদের ঘরে টাকা পয়সা, ফ্যান, বাসন সামগ্রী সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘরের কাঠামো থেকে নিত্য প্রয়োজনীয় সব জিনিস পুড়ে ভষ্মীভূত হয়ে গিয়েছে। কিছু বাঁচানো যায়নি। (Story, mage: ARPITA HAZRA)


দমকল মন্ত্রী সুজিত বসু ফোনে জানান," নারকেলডাঙায় অগ্নিকান্ডে প্রায় কুড়িটা ঝুপড়ি পুড়ে গিয়াছে / ওখানে দমকল নিরন্তর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।" দমকল আধিকারিক জানান, ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিন ঘন্টা কয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । ঝুপড়িতে আগুন লেগেছিল। কেউ আহত নন। কি থেকে আগুন লাগলো খতিয়ে দেখা হবে। ফরেনসিক ঘটনাস্থলে এলে গোটা বিষয়টা জানা যাবে কি থেকে আগুন লেগেছে । (Story, mage: ARPITA HAZRA)