

এবারের দুর্গাপুজো যেন অনেকটাই আলাদা ৷ প্রতিবারের মতো শহর যখন সেজে ওঠে দুর্গাপুজোর জন্য, সেই ছন্দ যেন এবার ঢিমে তালের ৷ কারণ একটাই করোনা ভাইরাস ৷ এই মারণ ভাইরাসই এবার পুজোর আকাশকে যেন ঢেকে রেখেছে ৷ তাই মা আসার আবহেই আতঙ্কের ছাপ ৷ Photo: Rahul Roy


তার মাঝেই অল্প অল্প করে শহরবাসীরা নিজের মতো করে পুজোর আয়োজনে মত্ত ৷ ছোট হলেও, মায়ের আগমণীকে সাজিয়ে তুলছেন একেবারে মনের অন্দর থেকে ৷ তাই তো নিয়ম মেনে কাশফুল ফুটেছে ৷ অল্প বৃষ্টি, মেঘলাতেও মাঝে মাঝেই চিকচিকে রোদ শরতের আকাশে ৷


আসলে এবারে মায়ের কাছে একটাই আবদার ৷ জলদি আসো মা তুমি ৷ বিনাশ করো এই মারণ ভাইরাসের ৷ Photo: Credit : Rahul Roy


মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার ৷ শপিংমলে অল্প অল্প ভিড় জমছে পুজো শপিংয়ে ৷ সোশ্যাল ডিসটেন্সিং মেনেই চলছে দোকানপাট ৷ তারই মাঝে বাঁশ পড়েছে শহরের নামি প্যান্ডেলে ৷ Photo: Credit : Rahul Roy