বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে শোভন-বৈশাখী দলে সক্রিয় নয় ৷ শোভন-বৈশাখীকে সক্রিয় করতে একাধিকবার কেন্দ্রীয় নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছে ৷ শেষমেষ শোভন-বৈশাখীকে সংগঠনে কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয় ৷ সেই মতই মরলীধর লেনের অফিসে শোভনের জন্য বরাদ্দ হয় ঘরও ৷ বসে নামের ফলকও, কিন্তু গতকাল শোভন-বৈশাখী গরহাজির হওয়ায় মুখ পোড়ে রাজ্য বিজেপির ৷ ফাইল ছবি ৷