• আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় শৈত্যপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গের মূলত সবক’টি জেলাতেই । • উত্তরবঙ্গে তাপমাত্রা কমবে আরও ৪ ডিগ্রি। • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১০ থেকে ১২ ডিগ্রির সেলসিয়াস মধ্যে । • কলকাতায় তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। • উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে মূলত সবক’টি জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে ৷ • যার ফলে উওরের হাওয়া ঢুকছে এবং তাই আরও জাঁকিয়ে শীত পড়ার আশঙ্কা আগামী ৪৮ ঘন্টায়।