

দিদিকে বলো তখন সবে জনপ্রিয় হতে শুরু করেছে। জনসংযোগে বাজিমাত করতে আসরে নামেন দিলীপ ঘোষ। শুরু করে দেন চা চক্রে দিলীপদা কর্মসূচি। চায়ের দোকানে আড্ডার চেনা মৌতাতের মধ্যেই কথাবার্তার এই অভিযান এই পাঁচ মাসে এখন ব্র্যান্ডে পরিণত হয়েছে। আর সেই ব্র্যান্ডকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে নতুন পদক্ষেপ করা হল।


এতদিন পর্যন্ত চা চক্রের জন্যে আগে থেকে জায়গা স্থির করতে হতো। অর্থাৎ পূর্বনির্ধারিত ভাবেই একটি চায়ের দোকান বেছে নিয়ে সেখানে সদলবলে পৌঁছে যেতেন দিলীপ ঘোষ। এই আড্ডা যেখানেসেখানে করার সুবিধে ছিল না। আগে ভাগে আড্ডার পরিকল্পনা করে বিশেষ মাটিপ ভাড় আনিয়ে রাখা হতো বিভিন্ন এলাকার চায়ের দোকানে।


সেই ঝামেলা মেটাতে এবার থেকে চায়ের পাতা থেকে গ্লাস সবটাই নিয়ে ঘোরা শুরু করছেন দিলীপ ঘোষের একান্ত অনুগামী তথা এই চা চক্রের আয়োজকরা। উদ্দেশ্য একটাই, যাতে যখনতখন যেখানে সেখানে বসে পড়া যায়, লোক জমানো যায় আড্ডার ছলেই।


শুধুই চা পানের সরঞ্জাম নয়, থাকছে টুপি, ছাতাও। করোনা পরিস্থিতি মাথায় রেখে দিলীপ ঘোষের টি-কিটে পাওায়া যাবে একটি মাস্কও। টুপি,মাস্ক, চায়ের কাপে দিলীপ ঘোষের মুখচ্ছবির পাশাপাশি থাকছে বিজেপির লোগোও।