

নজিরবিহীন ভাবে বাংলার পরিস্থিতিকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ। বিজেপি সভাপতি দাবি পশ্চিমবঙ্গ এখন জঙ্গি ঘাঁটি। পালটা হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের। দলের বক্তব্য, বাংলা ছেড়ে অন্য জায়গায় যান দিলীপ। সমালোচনায় বিরোধীরা থেকে শিক্ষাবিদ-বিদ্বজনেরাও ৷


ভূস্বর্গ 'ভয়ংকর',বাংলা 'আরও খারাপ'!চায়ে পে চর্চায় সিউড়ির মানুষের সঙ্গে কথা বলছিলেন।সেখানেই চায়ের কাপে তুফান তুললেন দিলীপ ঘোষ। ভূস্বর্গ 'ভয়ংকর',বাংলা 'আরও খারাপ'! এমনই ইঙ্গিত রাজ্য বিজেপি সভাপতির কথায় ৷ তিনি বলেন, ‘কাশ্মীরেও এত জঙ্গি ধরা পড়ে না, যত জঙ্গি পশ্চিমবঙ্গে ধরা পড়েছে ৷ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে এসে সব আশ্রয় নিচ্ছে। মুর্শিদাবাদে ২–৩ বার জঙ্গি ধরা পড়ল। সারা রাজ্যে জাল বিস্তার করেছে এই জঙ্গিরা। বীরভূমেও বোমা বিস্ফোরণ হয়েছে। এখানেও জঙ্গি ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ এখন দ্বিতীয় কাশ্মীর।’


দিলীপ বাংলার কাশ্মীরের সঙ্গে তুলনা টানতেই বিতর্ক। তরজা উঠল তুঙ্গে। পাল্টা জবাব তৃণমূলের। সাংসদ সৌগত রায়ের কথায়, ‘দিলীপ ঘোষের কথার সঙ্গে কঙ্গনার কথার হুবহু মিল দেখছি। কঙ্গনা বলেছিল, মুম্বই পিওকে–র (পাক অকিউপায়েড কাশ্মীর) মতো হয়ে গিয়েছে। তাঁকে তখন সবাই বলেছিল মুম্বই ছেড়ে চলে যেতে। দিলীপের উচিত বাংলা ছেড়ে চলে যাওয়া ৷’


তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এর তীব্র প্রতিবাদ করে বলেন, 'অত্যন্ত আপত্তিকর কথা ৷ সম্প্রতি স্বরাষ্ট্রদফতরের রাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বিবৃতি দিয়ে বলেছে কতগুলো রাজ্যে জঙ্গি, আইএস রয়েছে ৷ সেখানে তো বিজেপি শাসিত রাজ্যগুলির নামও রয়েছে ৷ এসব আসলে বাধ্য হয়ে বলছেন দিলীপবাবু। নব্য বিজেপিদের সঙ্গে দিলীপবাবুর দ্বন্দ্ব। যে যত খারাপ কথা বলবে সে তত বড় বিজেপি নেতা ৷ '


শুধু তৃণমূল নেতারাই নন, দিলীপ ঘোষণার মন্তব্যের সমালোচনায় সরব বাম কংগ্রেস নেতারাও ৷ মহম্মদ সেলিম বলেন, ‘না বাংলার ম্যাপ জানে না কাশ্মীরের ৷ কাশ্মীর আমাদের দেশের অংশ। সেটা ওঁকে জানতে হবে। যেখানেই আরএসএস ঢুকেছে, সেখানেই ঝামেলা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদের আখড়া হতে দেব না। আরএসএস-ই তো সব চেয়ে বড় সন্ত্রাসবাদী।’ কংগ্রেসের তরফে প্রদীপ ঘোষ বলেন, 'অবান্তর কথার কোনও মূল্য নেই। কাশ্মীরের পরিস্থিতি কারা তৈরি করেছে, সেটা আলাদা। কাশ্মীরের সঙ্গে কি পশ্চিমবঙ্গের কোনও মিল আছে?' সমালোচনায় সরব শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভিনেতা-নাট্যকর কৌশিক সেনও ৷


হঠাৎ নয়। এর আগেও বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন দিলীপ। কিন্তু ভোটের আগে, দিলীপের মুখে কাশ্মীর-প্রসঙ্গ উসকে দিচ্ছে অন্য জল্পনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে বাবুল সুপ্রিয়, কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতা ৷ বাংলাকে জঙ্গি ঘাঁটি বলে কি ঘুরিয়ে ৩৫৬ চাইছেন দিলীপ ঘোষ? উত্তর যাই হোক। শীতের বাংলা গরম দিলীপের কাশ্মীর-মন্তব্যে। বিতর্কের আঁচে ফুটছে রাজ্য রাজনীতি।