

▪️নিম্নচাপের অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পশ্চিমের চার জেলায় অতিভারী বৃষ্টির সর্তকতা। আজ, বুধবার, সারাদিন দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়ার সর্তকতা। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে।


▪️উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে আগামী চার দিন ধরে। এর প্রভাবে আজ, বুধবার, ওড়িশায় ও কাল, বৃহস্পতিবার, ছত্রিশগড়ে প্রবল বৃষ্টির সর্তকতা রয়েছে। ঝাড়খন্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ, রাজস্থানেও।


▪️এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মূলত পড়বে। বাকি জেলাগুলিতে হালকা, মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলাগুলিতে ঝড়ো হাওয়া থাকলেও বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হবে না।


▪️আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের চার জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গের আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা হবে মূলত পার্বত্য এলাকায়। দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দু-এক পশলা।


▪️কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৫ শতাংশ৷ গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে মাত্র ৭.৫ মিলিমিটার।


▪️জোড়া নিম্নচাপ রয়েছে দেশে। সুস্পষ্ট নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ-পশ্চিম রাজস্থানে অবস্থান করছে৷ আগামী ২৪ ঘন্টা পর এটির শক্তি ক্ষয় হয়ে যাবে। নতুন করে নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এটি আগামী চারদিনে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থানের দিকে যাবে।


▪️মৌসুমী অক্ষরেখা আগামী দুদিন অতি সক্রিয় থাকবে ।এই অক্ষরেখা বিকানির, গোরখপুর, পাটনা, ধানবাদ, দিঘা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত থাকবে। এই সিস্টেম গুলির প্রভাবে আজ, বুধবার প্রবল বৃষ্টি হবে ওড়িশায়। আগামিকাল প্রবল বৃষ্টি হবে ছত্রিশগড়ে।


▪️আজ, বুধবার ওড়িশা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কাল, বৃহস্পতিবার, ছত্রিশগড়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সর্তকতা।পরশু, শুক্রবার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার উত্তর রাজস্থান ও গুজরাটে ভারী বৃষ্টির সর্তকতা। রবিবার, গুজরাট, কঙ্কন গোয়া, পশ্চিম রাজস্থান, উত্তরাখণ্ড, আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। Reporter-Biswajit Saha