

সপ্তাহান্তে নিম্নচাপ আন্দামান ও বঙ্গোপসাগরে। শক্তি সঞ্চয় করে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের অভিমুখ ওড়িশা উপকূল। রবিবার থেকে অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাব পড়তে পারে বাংলাতেও।


শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা উত্তর আন্দামান সাগরে। সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরেও নিম্নচাপের প্রভাব। নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে। অভিমুখ ওড়িশা উপকূল। ওড়িশা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলে এর প্রভাব পড়বে। শক্তি সঞ্চয় করে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে রবিবার। এর ফলে আরও এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা ওড়িশায়।


ওড়িশা উপকূলের নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোসাগর এলাকাতেই রয়েছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে উড়িষ্যা ঝাড়খন্ড ছত্রিশগড় মধ্যপ্রদেশ বৃষ্টির পূর্বাভাস।


আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।নিচের দিকে জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে।


দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে আরও ৪৮ ঘন্টা। ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।


কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা । সকাল থেকেই আদ্রতা জনিত অস্বস্তি থাকবে ।আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি মা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘণ্টায় কলকাতার আলিপুরে বৃষ্টিপাত হয়েছে ৩.৫ মিমি।


মঙ্গলবার ও বুধবার ওড়িশা, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।


বুধ ও বৃহস্পতিবার মধ্যপ্রদেশ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সর্তকতা। মৎস্যজীবীদের আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।


বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে উত্তর-পশ্চিম ভারত থেকে।বর্ষার বিদায় রেখা এই মুহূর্তে মধুপুর গোয়ালিয়র ও জাওয়াই ড্যামের ওপর রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রাজস্থান থেকে পুরোপুরি বর্ষা বিদায় নেবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে আগামী ২৪ ঘণ্টায়। আগামী চার পাঁচ দিনে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি থেকে তাপমাত্রা কমতে থাকবে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর-পশ্চিম ভারতের।