হোম » ছবি » কলকাতা » ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, এই মুহূর্তের কোথায় সাইক্লোন 'যশ'? কীভাবে চালাবে তাণ্ডব?
Cyclone YAAS Update: ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, এই মুহূর্তের কোথায় সাইক্লোন 'যশ'? কীভাবে চালাতে পারে তাণ্ডব? IMD-র সতর্কতা...
Bangla Digital Desk
1/ 9
*আজ আমফানের প্রথম বর্ষপূর্তি। ভয়াল সেই স্মৃতি এখনও মানুষের মনে দগদগে। এমন অবস্থায় ফের ধেয়ে আসছে আমফানের থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড় 'যশ'। আবহবিদদের অনুমান, এই ঝড় এতটাই বিধবংসী আকার নিতে পারে যশ, যা কিনা 'আমফান'কেও হার মানিয়ে দেবে। প্রতীকী ছবি।
2/ 9
*দিঘা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। চলতি সপ্তাহের শেষে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়া নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আর তা আগামী বুধবার আছড়ে পড়তে পারে বাংলা-ওড়িশা উপকূলে। দিঘার কাছাকাছি স্থলভাগে ঢোকার সম্ভাবনা ঘূর্ণিঝড় যশের। প্রতীকী ছবি।
3/ 9
*আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জিকে দাস জানিয়েছেন, উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শনিবার ২২ মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। প্রতীকী ছবি।
4/ 9
*আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, কোনও যদি উল্লেখযোগ্য পরিবর্তন না হয়, তাহলে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিমে এগিয়ে আসবে এবং ২৬-২৭ মে নাগাদ পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। প্রতীকী ছবি।
5/ 9
*তার জেরে ২৫ তারিখ, অর্থাৎ মঙ্গলবার বিকেলের পর থেকে দুই রাজ্যের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে যশ। ওমান দিয়েছে এই নাম। প্রতীকী ছবি।
6/ 9
*আবহাওয়া দফতররের অনুমান, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরের দিঘা, শঙ্করপুর, জুনপুট, মন্দারমনি, তাজপুরের সৈকতে।
7/ 9
*অন্যদিকে, ওড়িশার বালেশ্বর উপকূলেও ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে প্রবল শক্তি নিয়ে । প্রতীকী ছবি।
8/ 9
*ঝড় নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। আমফানে মতোই ঝড় মোকাবিলায় তৎপর প্রশাসন। ইতিমধ্যেই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় জারি করা হয়েছে একাধিক সতর্কতামূলক নির্দেশিকা। সংশ্লিষ্ট দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতী কী ছবি।
9/ 9
*হিংলগঞ্জ, সন্দেশখালি-সহ একাধিক এলাকায় বিশেষ নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ মে-র মধ্যে নৌকা, ট্রলার ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে নবান্ন। প্রতীকী ছবি।