ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। ক্রমশ সময় নিয়ে ঘনীভূত হচ্ছে মোকা। সোমবার নিম্নচাপে পরিণত হওয়ার পর জানা যাবে কোন পথে চলবে সাইক্লোন। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর থেকেই এটি ক্রমশ দিক পরিবর্তন করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা। স্বাভাবিকভাবেই ঝড় নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
মোকার প্রভাবে পর্যটকদের জন্য সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র ও তার তীরবর্তী সমস্ত বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই সময়ে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা এবং পর্যটকদের ভেসেল না চালানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে তুমুল হাওয়া বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহবিদদের।
অন্যদিকে শনিবার থেকেই ঘামছে কলকাতা। রবিবার সকাল থেকে চড়া রোদ ছিল শহরে। বেলা আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন গরম বাড়বে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মোকার পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে অস্বস্তিকর আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে৷
পশ্চিমবঙ্গে মোকার কী প্রভাব পড়বে তা নিয়ে আতঙ্কে রয়েছে বঙ্গবাসী। বিশেষ করে দক্ষিণ বঙ্গের উপকুলের জেলাগুলি সহ কলকাতা। কারণ আমফান, ইয়াসের ক্ষত এখনও দগদগে। সেই আঘাত ঠিক হতে না হতেই আরও এক সাইক্লোনের আতঙ্ক। রবিবার সাংবাদিক বৈঠকে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান,”৮ তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ এবং ৯ তারিখ তা গভীর নিম্নচাপ হতে পারে। নিম্নচাপের পর তা উত্তর দিকে এগোবে। এরপর উত্তর আন্দামান সাগর এবং মধ্য বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।”
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। আজ সোমবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে আরো ঘনীভূত হবে মঙ্গলবার ৯ই মে। পরিণত হবে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে। সেই সময় এর অবস্থান হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর। গভীর নিম্নচাপে পরিণত হয়ে এই সিস্টেম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। তখন এর গতিমুখ থাকবে উত্তর অভিমুখে। ১০মে বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে, তখন অভিমুখ থাকবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর। আজ সোমবার নিম্নচাপে পরিণত হওয়ার পর এর গতিপথে জানাতে পারে আবহাওয়া দফতর।
বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক মডেল ঘূর্ণিঝড়ের অভিমুখ এবং ল্যান্ডফল নিয়ে ভিন্ন ভিন্ন মত দিচ্ছে। ভারতের মৌসম ভবনের সঙ্গে একমত আন্তর্জাতিক গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বা জিএফএস জানাচ্ছে সোমবার নিম্নচাপে পরিণত হবে সিস্টেমটি। যদিও আরো দুই মডেল বিশেষ করে ইউরোপিয়ান মডেল জানাচ্ছে ১০ মে বুধবার নিম্নচাপ তৈরি হতে পারে।