হোম » ছবি » কলকাতা » চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল মোকা, উথালপাথাল সমুদ্র! ১৭৫ কিমি বেগে তাণ্ডব

Cyclone Mocha | চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা, উথালপাথাল সমুদ্র! ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে চালাবে তাণ্ডব?

  • 110

    Cyclone Mocha | চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা, উথালপাথাল সমুদ্র! ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে চালাবে তাণ্ডব?

    দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগরে চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে মায়ানমার ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে ল্যান্ডফল হবে রবিবার দুপুরে। ল্যান্ডফলের সময় মোকার গতিবেগ সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার অর্থাৎ চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে উপকূলে। বাংলাদেশের মায়ানমার সংলগ্ন টেকনাফ ও মহেশখালীর মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।

    MORE
    GALLERIES

  • 210

    Cyclone Mocha | চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা, উথালপাথাল সমুদ্র! ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে চালাবে তাণ্ডব?

    ঘূর্ণিঝড় মোকা রবিবার দুপুরে বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কিয়াপ্পুর(kyaupyau) মাঝে স্থলভাগে আছড়ে পড়বে। আবহাওয়াবিদদের অনুমান মায়ানমারের বন্দর সিতওয়ের(sittwe) কাছাকাছি কোথাও ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনা। চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবেই এটি আছড়ে পড়বে স্থলভাগে। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যা গতিমুখ তাতে বাংলাদেশের মহেশখালী ও টেকনাফের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করবে। এর ফলে দক্ষিণ পূর্ব বাংলাদেশের ফুলিয়া পালং রত্নপালং সোনারপাড়া জালিয়া পালং জাহাজ পুরা মাদারবুনিয়া বাহারছড়া সেন্ট মার্টিন দ্বীপ টেকনাফ ও মহেশখালী এলাকায় ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা৷

    MORE
    GALLERIES

  • 310

    Cyclone Mocha | চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা, উথালপাথাল সমুদ্র! ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে চালাবে তাণ্ডব?

    দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা মধ্য বঙ্গোপসাগরে চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই মুহূর্তে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এ অবস্থান। এটি পোর্ট ব্লেয়ার থেকে ৫৬৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। বাংলাদেশের কক্সবাজার থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান। এবং মায়ানমারের সিতওয়ে পোর্ট থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

    MORE
    GALLERIES

  • 410

    Cyclone Mocha | চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা, উথালপাথাল সমুদ্র! ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে চালাবে তাণ্ডব?

    যত বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে ততই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আমাদের রাজ্যের উপকূলে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ। উপকূলে হালকা হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড় মোকার সতর্কতায় রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নির্দেশ করা হয়েছে। মোকার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণেই এই নিষেধাজ্ঞা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে মোকার গতিবেগ।

    MORE
    GALLERIES

  • 510

    Cyclone Mocha | চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা, উথালপাথাল সমুদ্র! ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে চালাবে তাণ্ডব?

    আজ শনিবার ভোররাতে এটি  চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই উত্তর ও উত্তর পূর্ব  অভিমুখে এটি আরও শক্তি সঞ্চয় করবে।

    MORE
    GALLERIES

  • 610

    Cyclone Mocha | চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা, উথালপাথাল সমুদ্র! ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে চালাবে তাণ্ডব?

    গতকাল ১২ই মে শুক্রবার বেলা সাড়ে পাঁচটায় এর গতিবেগ ছিল ১৬০ কিলোমিটার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। রাত সাড়ে ১১ টায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে আরও একটু শক্তি বাড়িয়ে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা  হয়েছিল।

    MORE
    GALLERIES

  • 710

    Cyclone Mocha | চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা, উথালপাথাল সমুদ্র! ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে চালাবে তাণ্ডব?

    আজ ভোর রাতের মধ্যে চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অনেকটাই শক্তি বাড়িয়েছে মোকা। ১৩ই মে শনিবার সকাল সাড়ে পাঁচটায় ঘূর্ণিঝড় মোকার গতিবেগ ছিল ২১০ কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ চরম শক্তিশালী ঘূর্ণিঝড় বা এক্সট্রিমলি সিরিয়াল সাইক্লোনিক স্ট্রম।

    MORE
    GALLERIES

  • 810

    Cyclone Mocha | চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা, উথালপাথাল সমুদ্র! ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে চালাবে তাণ্ডব?

    সকাল সাড়ে ১১ টার মধ্যে ঘূর্ণিঝড় মোকা চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে গতিবেগ হবে ২২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আজ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ঘূর্ণিঝড় মোকার গতিবেগ চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ২২০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকবে। শনিবার রাত সাড়ে ১১ টায় মোকার গতিবেগ সামান্য কমবে।

    MORE
    GALLERIES

  • 910

    Cyclone Mocha | চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা, উথালপাথাল সমুদ্র! ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে চালাবে তাণ্ডব?

    রবিবার ১৪ই মে সকালে ঘূর্ণিঝড় মোকার শক্তি আরো কিছুটা কমে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বেলা ১১:৩০ টাতেও মোকা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে।

    MORE
    GALLERIES

  • 1010

    Cyclone Mocha | চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা, উথালপাথাল সমুদ্র! ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে চালাবে তাণ্ডব?

    রবিবার ১৪ই মে দুপুরে ল্যান্ডফলের পর গতিবেগ ক্রমশ কমবে এবং রাতের মধ্যে শক্তি হারিয়ে মোকা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার রাত সাড়ে এগারোটায় শক্তিশালী ঘূর্ণিঝড় মোকার গতিবেগ থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ১৫  মে সোমবার ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে তার গতিবেগ থাকবে ঘণ্টায় ৬৫ কিলোমিটার।

    MORE
    GALLERIES