কলকাতায় এল না ফণী ৷ আরামবাগে ঢুকে পূর্ব বর্ধমান হয়ে এগোচ্ছে ফণী ৷ পূর্ব বর্ধমান হয়ে এগোচ্ছে নদিয়া-মুর্শিদবাদের দিকে ৷
2/ 4
নদিয়া-মুর্শিদাবাদে ঢোকার পথে শক্তি কমবে ৷ নদিয়া-মুর্শিদাবাদ হয়ে যাবে বাংলাদেশে ৷ শহরে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই ৷
3/ 4
পুরসভাতেই ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ রাতে দেখা করতে যান বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত ৷
4/ 4
ফণী নিয়ে আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল। সকাল থেকে কলকাতা-সহ গোটা রাজ্যে শুরু হয় বৃষ্টি। কলকাতার ব্যস্ত এলাকাগুলির ছবি ছিল একদম আলাদা। রাস্তাঘাট ছিল ফাঁকা। বাস চললেও যাত্রী ছিল অনেক কম।