এক ধাক্কায় অনেকটাই সস্তা হয়ে গেল করোনার আরটি- পিসিআর পরীক্ষার খরচ৷ এবার থেকে আর ৯৫০ টাকা নয়, এই পরীক্ষা করাতে খরচ পড়বে ৫০০ টাকা৷ Info-Onkar Sarkar
2/ 5
এ দিন রাজ্য স্বাস্থ্য কমিশনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ যার ফলে প্রায় অর্ধেক হয়ে গেল করোনা পরীক্ষার খরচ৷
3/ 5
নির্দেশিকায় জানানো হয়েছে, যেহেতু করোনার আরটি-পিসিআর টেস্টিং কিট, আরএনএ এক্সট্র্যাকশন কিটের দাম অনেকটাই কমেছে, সেই কারণেই পরীক্ষার খরচও কমানো হল৷
4/ 5
এতদিন খরচের কথা ভেবেও অনেকে উপসর্গ থাকলেও করোনা পরীক্ষায় আগ্রহী হতেন না৷ পরীক্ষার খরচ কমায় সেই প্রবণতাও কমবে বলেই মনে করা হচ্ছে৷ ফলে করোনা পরীক্ষার সংখ্যাও বাড়বে৷
5/ 5
এর আগেও একবার করোনা পরীক্ষার খরচ প্রায় দেড় হাজার টাকা থেকে কমিয়ে ৯৫০ টাকা করা হয়েছিল৷ যদিও সাধারণ মানুষের অভিযোগ, বহু ক্ষেত্রেই বেসরকারি ল্যাবগুলি নানা অছিলায় আরটি-পিসিআর পরীক্ষা করার জন্য সরকারের বেঁধে দেওয়া দামের বেশি নিচ্ছে৷